পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমবায় রাজ্য ও অর্ডিনেশন কমিটির মালদা জেলার উদ্যোগে বন্যা দুর্গতদের হাতে তুলে দেওয়া হল ত্রাণ সামগ্রী।
রবিবার মানিকচকের গোপালপুর অঞ্চলের নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিন দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, এই এলাকার প্রায় ২৭০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি সরকার পুনর্বাসনের ব্যবস্থা করুক এই আবেদনও রাখেন সংগঠনের সদস্যরা।